শুভ জন্মদিন
১
অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও.
মন দাও বর্তমানের দিকে.
অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবন জুড়ে.
শুভ জন্মদিন.
২
আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা,
পাখিরা সারি সারি গাইছে গান,
প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন,
ফুলেরা সব ফুটেছে বাগানে.আজ আমর প্রিয়ার জন্মদিন.
শুভ জন্মদিন
৩
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার,
পুরন হোক প্রতিটি স্বপ্ন,
প্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর।
** শুভ জন্মদিন **
৪
আজকের এই রাত-তোমার জন্য দেখে আনুক সুখময় নতুন এক প্রভাত,
আজকের এই দিন-তোমার জন্য হোক কষ্টহীন,
আজকের এই সময়-টা সুধু তোমার জন্য আর তো কারো নয়.
জানায় শুভ জন্মদিন- তোমার জন্যে আজ পৃথিবীটা হয়ে যাক রঙিন..
শুভ জন্মদিন!
৫
আজকের এই দিনটির জন্য একটা বছর ধরে ওয়েট করছি…
কারন এই স্পেশিয়াল দিনে সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে স্পেশিয়াল করে আমার জন্য পাঠিয়েছে
…… শুভ জন্মদিন……
৬
দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন,
কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন ।
** জন্মদিনের শুভেচ্ছা **
৭
ঈশ্বর আমাদের দিয়েছেন সবচেয়ে বড় উপহার..
আমাদের জীবন!
এখন আমাদের ব্যবহার ও কর্মের উপর নির্ভর করছে
যে আমরা নিজেদেরকে ভালো থাকার উপহারটা দিতে চাই কিনা…
শুভ জন্মদিন…
৮
আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা,
পাখিরা সারি সারি গাইছে গান,
প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন,
ফুলেরা সব ফুটেছে বাগানে,
আজ আমার কাছের প্রিয় মানুষের জন্মদিন.
শুভ জন্মদিন
৯
আজ বাতাসে সুভাষিত স্নিগ্ধতা,
পাখিরা সারি সারি গাইছে গান ।
প্রকৃতি হেলে-দুলে হয়েছে রঙিন ।
ফুলেরা সব ফুটেছে বাগানে ।
আজ আমার প্রিয়ার জন্মদিন ।
শুভ জন্মদিন ।
১০
আসুক ফিরে এমন দিন হোক না তোমার সব রঙিন জনম জনমের তরে,
তোমার এই শুভ জন্মদিনে বারে বারে পড়ছে মনে যতই থাকি না দুরে।
আশা রাখি জীবনের আনন্দযাত্রায় কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না ..
জন্মদিনের শুভেচ্ছা নিও ..
১১
জন্মদিনে কি বা দেব তোমায় উপহার,
বাংলায় নাও, ভালবাসা,
হিন্দি তে নাও পেয়ার
! শুভ জন্মদিন !
১২
আর একটা বছর এসে গেলো,
বেড়ে যাবে আর একটা মোমবাতি ।
কাল ও ছিলাম আজ ও আছি,
তোমার জন্মদিনের সাথী ।
শুভ জন্মদিন ।
১৩
নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু,
যা যেন কখনো হয় না শেষ।
তোমার এই জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা
>>>শুভ জন্মদিন<<<
১৪
এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে,
যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে।
হ্যাপি বার্থডে !
১৫
কোন রাজার সিংহাসন থেকে নয়, নয় হিমালয়ের পাদদেশ থেকে ।
৭ সমুদ্র ১৩ নদীর ওপাড় থেকে নয়,
আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে জানাই
**** শুভ জন্মদিন ***
১৬
এই এসএমএস টায় ফ্যাট ,
কোলেস্টেরল, নেশার দ্রব্য কিছুই নেই .
আছে শুধু অনেকটা মিষ্টি ,
এই মেসেজটার পাঠকের মতই মিষ্টি .
জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা
১৭
ঈশ্বর করুন প্রতিটি বছর তোমার জীবনে খুশি নিয়ে আসুক,
জীবনের প্রতিটি মুহূর্ত নতুন আনন্দের উপহার নিয়ে আসুক,
পরীক্ষা জাতি আসুক তোমার জীবনে,
প্রতিটি পরীক্ষা শুধুই সাফল্য নিয়ে আসুক…
শুভ জন্মদিন….
১৮
ঈশ্বরের আশীর্বাদে তোমার প্রতিটি দিন কাটুক নতুন নতুন সুখের আতিশয্যে.
আর তোমার চারিপাশে ছড়িয়ে থাকুক খুশির নানান আভাস.
শুভ জন্মদিন..
১৯
আজকের এই বিশেষ দিন-এ হয়ে ওঠ আরও নবীন,
ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন !
২০
আজকের এই বিশেষ দিনে হয়ে উঠো আরো নবীন ,
ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন ।
২১
আর একটা বছর এসে গেল,
বেড়ে যাবে র একটা মোমবাতি,
কাল ও ছিলাম আজ ও আছি তোমার জন্মদিনের সাথী
! হ্যাপি বার্থডে !
২২
তোর জন্য ভালবাসা,
লক্ষ্য গোলাপ জুই,
হাজার লোকের ভিড়ে আমার থাকবি হৃদয়ে তুই।
শুভ জন্মদিন !
২৩
আর একটা বছর এসে গেল, বেড়ে যাবে আর একটা মোমবাতি,
কাল ও ছিলাম আজও আছি তোমার পথ চলায়, প্রমিস করছি থাকবো সারাটা জীবন !
হ্যাপি বার্থডে !
২৪
আর একটা বছর এসে গেল, বেড়ে যাবে আর একটা মোমবাতি,
কাল ও ছিলাম আজ ও আছি তোমার জন্মদিনের সাথী !
হ্যাপি বার্থডে !
২৫
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ,
হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা তোমার পূরণ,
বেঁচে থাক হাজার বছর
<<শুভ জন্মদিন>>
২৬
আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি !
কারণ আজকের দিনটায় তুমি জন্মেছিলে,
যার মতো ভালো বন্ধু ও মানুষ আমি জীবনে কমই পেয়েছি।
শুভ জন্মদিন !
২৭
আজকের এই বিশেষ দিন-এ হয়ে ওঠো আরও নবীন,
ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন !
২৮
জন্মদিনে কি বা দিবো তোমায় উপহার ?
বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও পেয়ার ।
শুভ জন্মদিন ।
২৯
আমার জীবনের সেরা সময় তোমার মত প্রাণবন্ত বন্ধুর সাথে বড় হওয়া .
জীবনকে বর্ণময় করে তোলার জন্য ধন্যবাদ!
..শুভ জন্মদিন ..
৩০
আজকেরই এই দিনে সবকিছু হউক নতুন করে,
সুখের স্মৃতিটুক থাক কাছে দু:খগুলো যাক দুরে।
জড়া জীর্ণ অতীতটাকে রেখোনা আর মনে নব উদ্দমে কাজ করো নতুন এই দিনে।
আজকের দিনটা ভরে উঠুক ভালবাসা আর উৎসাহে , আশা করছি সব প্রিয়জনেরা পাশেই আছে।
জীবনে আরো উন্নতি ,সৌভাগ্য ,ঐশ্বর্য আসুক এই কামনাই করি।
শুভ জন্মদিন 🙂
৩১
এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে,
যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে।
হ্যাপি বার্থডে !
৩২
নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু ।
যা হয় না যেন শেষ ।
জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে পাঠালাম তোমায় এই এসএমএস ।
** শুভ জন্মদিন **
৩৩
তোর জন্য ভালোবাসা ,
লক্ষ গোলাপ জুঁই,
হাজার লকের ভীরে আমার,
থাকবি হৃদয়ে তুই ।
শুভ জন্মদিন
৩৪
নতুন সকাল , নতুন দিন
নতুন করে শুরু, যা হয় না যেন শেষ.
জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে
পাঠালাম তোমায় এই এস এম এস !
শুভ জন্মদিন !
৩৫
আজকের এই দিনটির জন্য একটা বছর ধরে ওয়েট করছি.
কারন এই স্পেশিয়াল দিনে সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে স্পেশিয়াল করে আমার জন্য পাঠিয়েছে……
শুভ জন্মদিন……
৩৬
আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা,
পাখিরা সারি সারি গাইছে গান,
প্রকৃতি নতুন করে হয়েছে রঙিন,
ফুলেরা সব ফুটেছে বাগানে,
আজ আমার সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিন….
“শুভ জন্মদিন”
৩৬
শুভ শুভ শুভ দিন, আজ তোমার জন্মদিন ।
মুখে তোমার দিপ্ত হাসি, ফুল ফুটেছে রাশি রাশি ।
হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে,
তেমন করে বন্ধু তোমার জীবন যেন শুখের সাগরে ভাসে ।
৩৭
অতীতের সব না পাওয়া গুলো ভুলে গিয়ে আগামীর স্বপ্নগুলো সত্যি করার পথে এগিয়ে চলো…
শুভ জন্মদিন..
৩৮
অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে,
মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে,
দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে,
অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন জুড়ে…
শুভ জন্মদিন…
৩৯
A ফর আমি
B ফর বলতে
C ফর চাই
D ফর দারুণ
E ফর একটা
F ফর ফাটাফাটি
G ফর গোপন কথা
H ফর হ্যাপি বার্থডে !
৪০
দারুন দিনটায় জানাই অনেক অভিনন্দন !
চলার পথে সৌভাগ্যবান থেকো ;
আগামী জীবনটা আনন্দময় হোক এই আশা করি।
আজ দিনটা ভালোভাবে উপভোগ কোরো।
শুভ জন্মদিন !
৪১
সমুদ্রের ঢেউ, ফুলের সুগন্ধ ,
রাতের তারারা — সবাই জড়ো হয়েছে তোকে একসাথে বলতে
‘ শুভ জন্মদিন ‘
৪২
বাইরে তাকিয়ে দেখো কি মনোরম পরিবেশ !
তোমার জন্যে সূর্য হাসছে , গাছেরা নাচছে ,
পাখিরা গান গাইছে ..
কারণ আমি সবাইকে বলেছি শুভেচ্ছা জানাতে !
শুভ জন্মদিন
৪৩
এই পৃথিবীর সব থেকে মজাদার মানুষকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
আগামী বছরগুলিও আরো আনন্দ এবং উৎকর্ষতায় ভরে উঠুক এই কামনা করি 🙂
৪৫
আজকের দিনটা ভরে উঠুক ভালবাসা আর উৎসাহে ,
আশা করছি সব প্রিয়জনেরা পাশেই আছে।
জীবনে আরো উন্নতি ,সৌভাগ্য ,ঐশ্বর্য আসুক এই কামনাই করি।
শুভ জন্মদিন 🙂
৪৬
জন্মদিন আসে যায় , সবাই আরো একবছর বড় হয়ে যায়। উপহারগুলো খোলা হয়।
ফেলে দেওয়া হয়।
কিন্তু আমি চাই আমার এই শুভেচ্ছা তোমার সাথে সারাজীবন থাকুক।
শুভ জন্মদিন 🙂
৪৭
সব তর্কাতর্কি , ভুল বোঝাবুঝি সত্বেও তুমিই আমার জীবনের প্রিয়তম মানুষ !
শুভ জন্মদিনের অনেক অনেক ভালবাসা নিও।
৪৮
আশা রাখি জীবনের আনন্দযাত্রায় কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না ..
জন্মদিনের শুভেচ্ছা নিও ..
৪৯
জীবনের এই সুন্দর দিনটা পরিবার ও বন্ধু -বান্ধব ,
প্রিয়জনদের সাথে মজা করে কাটাও
..জন্মদিনের শুভেচ্ছা নিও ..
৫০
আজ জন্মদিনে তোমার দিনটা প্রচুর মজা ,
আনন্দ ও সুন্দর মুহুর্তে ভরে উঠুক এই কামনাই করি
…শুভ জন্মদিনের অভিনন্দন !
৫১
আশা করি যে , হাসি ,আনন্দ, সৌভাগ্য এই বছরটায় সর্বদা তোমার সাথে থাকে !
তোমাকে জানাই জন্মদিনের অনেক প্রীতি
-শুভেচ্ছা- অভিনন্দন 🙂
৫২
এই SMS টায় ফ্যাট , কোলেস্টেরল,
নেশার দ্রব্য কিছুই নেই ..
আছে শুধু অনেকটা মিষ্টি ,
এই মেসেজটার পাঠকের মতই মিষ্টি
জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা
৫৩
সকাল থেকে সন্ধ্যা , তোমার জন্মদিন হোক উজ্জল !
জন্মদিনে আন্তরিক অভিনন্দন …
৫৪
ঘড়িতে ১২ র কাঁটাটা ছোঁয়ার আগেই আমি তোমাকে জানাই যে ,
বয়সটা তো আরো একবছর বেড়ে গেল !
শুভ জন্মদিন
৫৫
প্রতিদিনই জন্মদিনের মত আনন্দে পরিপূর্ণ থাকুক !
আজকের দিনটা প্রানখুলে উপভোগ কর
শুভ জন্মদিন !
আমাদের সাথে ফেসবুকে যুক্ত হন।
আমাদের আরো এস এম ….
Best sms, thanks
আমাদেরকে কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করবো আমাদের সাথেই থাকবেন।