1
“ছিঁড়ে ফেলেছি আমি ডায়রির পাতা
সেথা লেখা ছিলো হাজারও স্বপ্নের কথা
ছিঁড়তে পারিনি আমার মনের সেই পাতা
যেখানে জমে আছে জীবনের অনেক ব্যথা”
2
আপন ভেবে কাউকে মনের কথা বলোনা |
এমন এক সময় আসবে যখন
সে তোমায় তোমারই সেই কথা দিয়ে আঘাত করবে,
যেটার কষ্ট সহ্য করা তোমার পক্ষে কঠিন হবে
3
পথের শেষে এসে দেখি
অনেক হিসাব বাকি
সারাজীবন যা করেছি
তার পুরোটাই ফাঁকি
4
চলে গেছি আমি অনেক দূরে,
কিন্তু তবুও তোমার কথাই সর্বক্ষণ আমার মনে পড়ে |
মনে পরবে নাই বা কেন?
তুমি আছো যে আমার হৃদয় জুড়ে”
5
কাউকে আবেগের ভালোবাসা দিওনা,
মনের ভালোবাসা দিও |
কারণ আবেগের ভালোবাসা
একদিন বিবেকের কাছে হেরে যাবে কিন্তু মনের
ভালোবসা চিরদিনই থেকে যাবে
6
ভালোবাসা মাঝে মাঝে
এতটাই নিষ্ঠুর হয় যে, মনের মানুষটাও
প্রয়োজন মিটে গেলে দূরে
সরিয়ে দিতে এক মিনিটও ভাবেনা”
7
“ভালো ছেলেদের জন্য মেয়েদের প্রেম জাগেনা,
যেটা জাগে তার নাম সহানুভূতি
8
আজ এই দিনটাকে মনের
খাতায় লিখে রাখো, আমায়
পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো
9
10
“এই ভালোবাসার জগতে কিছু
প্রাপ্তি বলে যদি থেকে থাকে
, তার নাম হলো বেদনা”
11
“ব্যস্ত শহরে কত বেলা
বোসই না হারিয়ে যায় |
ব্যর্থ প্রেমিক গুলোই শুধু পরে থাকে,
তাকে ফিরে পাওয়ার অপেক্ষায়
12
তোমার দেখানো স্বপ্নগুলো
আজও বেঁচে আছে কোনো মতে
নতুন হাত খুঁজে নিয়েছো
নাইবা পেলে আমায় সাথে
13
“ভালোবাসা হলো ঠিক নীল আকাশের মতো সত্য,
শিশির ভেজা ফুলের মতো
পবিত্র কিন্তু সময়ের কাছে পরাজিত এবং
বাস্তবতার কাছে অবহেলিত”
14
“পাওয়ার আশা করেছি বলেই হয়তো তোমায় আমি হারিয়েছি |
তবে না চাইলেই কি তোমাকে পওয়া যেতো?
আসলে প্রয়োজনের চেয়ে
অনেক বেশি মূল্য দিয়েছি বলেই হয়তো আজ
আমি এতটা মূল্যহীন”
15
ব্যথা আমার জীবনসাথী
কষ্ট আমার আল্পনা
দুঃখে আমি নিত্য কাঁদি
হৃদয়ে নিয়ে যন্ত্রণা
দুঃখ আমার প্রথম
দুঃখ আমার শেষ
তুমি শুধু ভালো থেকো
সুখে থেকো বেশ
16
17
কান্নার জল সবাই দেখে,
হৃদয়ের কষ্ট কেউ দেখেনা |
পাওয়ার আনন্দ কিছু দিনই থাকে কিন্তু না
পাওয়ার বেদনা, সারাজীবনেও ভোলে যায়না”
18
তোরে আমি ভালোবাসি
এখন গৃহবন্দী
একলা ঘরে বাড়ছে ব্যথা
কষ্ট প্রতিদ্বন্দ্বীর
চোখের ভীতর রোজ আমি
স্বপ্নগুলো কুড়াই
মনের ভীতর তোর জন্যে
মনটা আমার পুড়াই
19
মনে করিয়ে দিলে,
কাউকে ভালোবেসে পাওয়ার
আশা করাটা বোকামি
20
চোখের এই নালিশে
আদর মেশালি তুই
বলনা তোকে কেমন করে
চোখের জলে ছুঁই
21
“অবাক করা এক পৃথিবীতে বাস করি |
ভালোবাসার কথা বলার মতো দুই
একজন থাকলেও, সেটাকে বোঝার
মতো কেউ নেই”
22
“দিন যায় রাত আসে
কেউ কাঁদে কেউ হাসে
তাতে কিবা অনেকের যায় আসে”
23
“এই জানো,
তোমার কথা খুব মনে
পড়ছে”
24
কাউকে না পেলে,
জীবন কখনো শেষ হয়ে যায়না |
কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে,
জীবনের আর কিছু বাকি থাকেনা”
25
এই পৃথিবীতে কেউ কারোর আপন নয়, স্বা
র্থ যেখানে আছে, সবাই সেখানে ছুটে যায় |
কেউ স্বার্থের জন্য কিছু সময়ের জন্য আপন হয়,
স্বার্থ ফুরিয়ে গেলে ভুলে যায়”
26
27
দুটি চোখে স্বপ্ন ছিলো
মনে ছিলো আশা
সারাজীবন পাবো আমি
তোমার ভালোবাসা
ভাবনা ছিলো হবো দুজন
এক গাছের ফুল
কিন্তু তুমি চলে গেলে
আমায় বুঝে ভুল”
28
জীবনে কারোর জন্য যতই করোনা কেন
, একদিন না একদিন সে তোমায়
ভুলে যাবেই”
29
না পেলাম তোর মতো কাউকে,
আর না পেলাম তোকে”
30
ভাবতে অবাক লাগে!
অভিনয় করা মানুষ
গুলোই সবচেয়ে সুখে থাকে
, মন থেকে যারা ভালোবাসে তারাই
কষ্ট পায়”
31
নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট বোধ হয়,
পৃথিবীতে আর কিছুই নেই”
32
যদি জানতাম তোমার কষ্টের কারণ হব আমি,
তাহলে সত্যি বলছি
কখনোই আসতাম না তোমার জীবনে
33
“ভুল হলে শুধরে দেওয়াটা হচ্ছে ভালোবাসা,
ফেলে চলে যাওয়াটা হচ্ছে বেইমানি”
34
জীবনে এমন কিছু প্রশ্ন থাকে,
যার উত্তর খুঁজে পেতে পেতেই জীবনটা
ফুরিয়ে যায়”
35
36
“এক এক সময় এমন
এমন সম্পর্ক তৈরী হয়,
দূরে গেলেও কষ্ট হয় আর
পাশে থাকলেও কষ্ট হয়”
37
আমি কাঁদতে চাইনা, তবু কান্না
কেন জানি আমার চোখে এসে ভীর করে |
আমি কষ্ট পেতে চাইনা, তবুও কষ্ট কেন যে আমায় জ্বালায় |
আমি একটুখানি সুখ চাই, সুখ যে আমায় দেখলেই পালায়”
38
পৃথিবীতে সবচেয়ে কষ্টের মুহূর্ত মনে হয় সেটাই,
যখন কারোর জন্য অধীর আগ্রহের সাথে অপেক্ষা
করার পর সে আসেনা”
39
ভালোবাসা কাকে বলে জানতাম না,
তুই শিখিয়েছিলি | কষ্ট কাকে বলে জানতাম না,
তুই চলে গিয়ে বুঝিয়ে দিলি”
40
“চলে যখন গেলি,
ভালো থাকার অভিনয়টা তো শিখিয়ে যেতে
পারতি”
41
কাছে টেনে নিয়ে অবহেলা করার চেয়ে,
ফিরিয়ে দেওয়া অনেক ভালো”
42
কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়া
অনেক সহজ কিন্তু কারোর সাথে থেকে
স্বপ্নপূরণ করাটা অনেক
কঠিন
43
তোমাকে পেয়ে ভেবেছিলাম এবার হয়তো বাঁচবো তোমাকে নিয়ে
| কিন্তু হায়! তুমি আমাকেই ভুলে গেলে,
ঠেলে দিলে গভীর আঁধারে”
44
করেছিলে মন নিয়ে কত খেলা
ফিরে দেখলে না যাওয়ার বেলা
চলে গেলে হাতটা ছেড়ে
ধরলে না আবার ফিরে”
45
সবথেকে বেশি মিস করি,
যখন তুমি আমার কাঁধে তোমার মাথা
রাখতে সেই সময়টা”
46
“জানিনা কেমন আছো,
হয়তো ভুলেই গেছো |
যাবেই তো! আমি তো তোমাকে মনে রাখার মতো
কোনো মুহূর্ত দিতে পারিনি |
সুখে থেকো এই কামনা করি”
47
যেদিন তুমি বুঝবে,
আমার থেকে বেশি আর কেউ তোমাকে ভালোবাসেনি |
সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে”
48
“মানুষ তখনই আড়ালে কাঁদে
, যখন তার ভালো লাগার
মানুষটা না ভালো লাগার মতো কাজ করে”
49
যে অন্যকে পেয়ে তোমায় ভুলে যায়,
সে তার থেকেও ভালো আরেকজনকে
পেলে তাকেও ভুলে যাবে |
কারণ সে কাউকে ভালোবসেনা,
সে শুধু নিজের স্বার্থ খোঁজে”
50
“চোখের জল কখনো
মিথ্যা
হয়না”
51
মুক্ত করে দিলাম পাখি
যেতে পারিস উড়ে
ভালোবাসি এই কথাটি
বলবো না আর তোরে
সুখে যদি থাকিস তবে
আসিস না আর ফিরে
না পাওয়ার সুখ
খুঁজে নেবো কষ্টের ভীরে
52
53
তোকে সুখে রাখার চেষ্টায়,
আজ আমার সুখই
বর্ণহীন”