image_pdf

আযান – কায়কোবাদ

Kaykobad

কে ওই শোনাল মোরে আযানের ধ্বনি।
মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর
আকুল হইল প্রাণ, নাচিল ধমনী।
কি মধুর আযানের ধ্বনি!
আমি তো পাগল হয়ে সে মধুর তানে,
কি যে এক আকর্ষণে, ছুটে যাই মুগ্ধমনে
কি নিশীথে, কি দিবসে মসজিদের পানে।
হৃদয়ের তারে তারে, প্রাণের শোণিত-ধারে, […]

Please Rate This Post
[Total: 10 Average: 2.5]
Continue Reading

দেশের বাণী – কায়কোবাদ

Kaykobad

কে আর বুঝিবে হায় এ দেশের বাণী?
এ দেশের লোক যারা,
সকলইতো গেছে মারা,
আছে শুধু কতগুলি শৃগাল শকুনি!
সে কথা ভাবিতে হায়
এ প্রাণ ফেটে যায়, […]

Please Rate This Post
[Total: 3 Average: 3]
Continue Reading

প্রণয়ের প্রথম চুম্বন – কায়কোবাদ (কাজেম আলী কোরেশী)

Kaykobad

(১)
মনে কি পড়ে গো সেই প্রথম চুম্বন!
যবে তুমি মুক্ত কেশে
ফুলরাণী বেশে এসে,
করেছিলে মোরে প্রিয় স্নেহ-আলিঙ্গন!
মনে কি পড়ে গো সেই প্রথম চুম্বন? […]

Please Rate This Post
[Total: 7 Average: 2.6]
Continue Reading