কাব্যগ্রন্থঃ সাগর সঙ্গীত কবিতাঃ কোথায় রাখিব আজ এ সুখের ভার কোথায় রাখিব আজ এ সুখের ভার, কারে দিব আজ মোর অশ্রু উপহার! এ অজানিত সুখ, এ দুঃখ অজানা,— বাধাহীন এ উৎসবে মানে না যে মানা।
Continue readingCategory: চিত্তরঞ্জন দাশ
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ (৫ নভেম্বর ১৮৭০ – ১৬ জুন ১৯২৫) হলেন একজন বাঙালি আইনজীবী এবং রাজনীতিবিদ।
তিনি স্বরাজ্য পার্টি-র প্রতিষ্ঠাতা।
তাঁর সময়ের অন্যতম বৃহৎ অঙ্কের আয় অর্জনকারী উকিল হওয়া সত্ত্বেও তিনি তাঁর সম্পদ অকাতরে সাহায্যপ্রার্থীদের কাছে বিলিয়ে দিয়ে বাংলার ইতিহাসে দানবীর হিসাবে সুপরিচিত হয়ে আছেন।
চিত্তরঞ্জন দাশ বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের টঙ্গীবাড়ী উপজেলার
তেলিরবাগ নামক গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে ১৮৭০ সালের ৫ নভেম্বর জন্মগ্রহণ করেন।
তাঁর পিতা ভুবন মোহন দাস কলকাতা হাইকোর্টের সলিসিটার ছিলেন।
ভবানীপুর লন্ডন মিশনারি স্কুলে তার শিক্ষা আরম্ভ হয়। ১৮৯০ সালে প্রেসিডেন্সী কলেজ থেকে বি.এ. পাস করেন।
কর্মজীবনঃ
১৮৯৪ সালে কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে নিজের নাম তালিকাভুক্ত করেন।
১৯০৮ সালে অরবিন্দ ঘোষের বিচার তাকে পেশাগত মঞ্চের সম্মুখ সারিতে নিয়ে আসে।
তিনি এত সুনিপুণ দক্ষতায় মামলাটিতে বিবাদী পক্ষ সমর্থন করেন যে অরবিন্দকে শেষ পর্যন্ত বেকসুর খালাস দেয়া হয়।
তিনি ঢাকা ষড়যন্ত্র মামলায় (১৯১০-১১) বিবাদী পক্ষের কৌশলী ছিলেন। তিনি দেওয়ানী ও ফৌজদারী উভয় আইনেই দক্ষ ছিলেন।
মৃত্যুঃ
১৯২৫ সালের ১৬ই জুন চিত্তরঞ্জন দাশ মৃত্যুবরণ করেন।
উদার মতবাদ ও দেশের প্রতি দরদের কারণে তিনি হিন্দু মুসলমান সকলের শ্রদ্ধা ও ভালবাসা
অর্জন করেন এবং তার এই উদার মতবাদের জন্য জনগণ তাকে দেশবন্ধু খেতাবে ভুষিত করেন।
তাঁর মৃত্যুর খবরে শোকার্ত রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সম্বন্ধে বলেনঃ
এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ।
মরণে তাহাই তুমি করে গেলে দান।।
তরঙ্গে তরঙ্গে আজ যেই গীত বাজে – চিত্তরঞ্জন দাশ
কাব্যগ্রন্থঃ সাগর সঙ্গীত কবিতাঃ তরঙ্গে তরঙ্গে আজ যেই গীত বাজে তরঙ্গে তরঙ্গে আজ যেই গীত বাজে, সোনার স্বপন ভরা প্রভাতের মাঝে; সেই গীতে ভরি গেছে হৃদয় আমার, গগনে পবনে বহে সেই গীত ধার! কি মোরে
Continue readingসাগর সঙ্গীত – চিত্তরঞ্জন দাশ
হে আমার আশাতীত হে কৌতুকময়ি! দাঁড়াও ক্ষণেক। তোমা, ছনে গেঁথে লই! আজি শান্ত সিন্ধু ওই ম্লান চন্দ্র করে করিতেছে টল্মল্ কি যে স্বপ্ন ভরে! সত্যই এসেছ যদি হে রহস্যময়ি! দাঁড়াও অন্তর মাঝে ছন্দে গেঁথে লই।
Continue readingওই তো বেজেছ তব প্রভাতের বাঁশি – চিত্তরঞ্জন দাশ
ওই তো বেজেছ তব প্রভাতের বাঁশী – আনন্দ উৎসবে ভরা! সূর্যকর রাশি তোমার সর্বাঙ্গে আজ আনন্দে লুটায়, উজল উছল জলে কুসুম ফুটায়! গীতভরা স্বর্ণালোকে ফুটে পুষ্পদল, তোমার চরণ বেড়ি করে টলমল! তোমার সঙ্গীত আজি বিহঙ্গের
Continue readingআজিকে পাতিয়া কান – চিত্তরঞ্জন দাশ
আজিকে পাতিয়া কান, শুনিছি তোমার গান, হে অর্ণব! আলো ঘেরা প্রভাতের মাঝে একি কথা! একি সুর! প্রাণ মোর ভরপুর, বুঝিতে পারিনা তবু কি জানি কি বাজে তব গীত মুখরিত প্রভাতের মাঝে! Views: 1,014
Continue readingভরিয়া গিয়াছে চিত্ত তোমারি ও গানে – চিত্তরঞ্জন দাশ
ভরিয়া গিয়াছে চিত্ত তোমারি ও গানে! আমি শুধু চেয়ে আছি প্রভাতের পানে। কখনো বাজিছে ধীর, কখনো গভীর, কখনো করুণ অতি, চোখে আনে জল, উদ্দাম উন্মাদ কভু করিছে পাগল! তোমার গীতের মাঝে, কি জানি কি বাজে!
Continue reading