Grihobondi Lyrics
by Arman Alif Bangla Song:
Presenting bangla sad song “Grihobondi
” featuring Sagar & Parineta Aalo Directed by
Soumitra Ghose Emon. Music composed by
Musfiq Litu And Grihobandi Bangla Song
Lyrics written by Delowar Arjuda Sharaf.
Singer: Arman Alif
Music: Musfiq Litu
Lyrics: Delowar Arjuda Sharaf
Tune: Avi Akash
Director: Soumitra Ghose Emon
DOP: Sani Khan
Ad: Saurav Niloy
Editor: Anoy Shohag
Colourist: Imran Khan
Post: Rain Drops
Label: Soundtek
Grihobondi Lyrics In Bangla :
তোরে আমি ভালোবেসে
এখন গৃহবন্দী
একলা ঘরে আহাজারি
কষ্ট প্রতিদ্বন্দ্বী (x2)
চোখের ভিতর রোজ স্বপ্নে
স্বপ্ন গুলো কুড়াই
মনের ভিতর তোর জন্যে
মনটা আমার পুড়াই…
তোর হতে তোরে পেতে
আমরণ অনশন
জানলোনা কেউ আমার ভিতর
আমারই নির্বাসন (x2)
চোখের ভিতর রোজ স্বপ্নে
স্বপ্ন গুলো কুড়াই
মনের ভিতর তোর জন্যে
মনটা আমার পুড়াই…
তোর হয়ে যাবো সয়ে
নিদারুণ প্রহসন
বুঝলোনা কেউ আমার এ মন
এ বুকে কী দহন (x2)
চোখের ভিতর রোজ স্বপ্নে
স্বপ্ন গুলো কুড়াই
মনের ভিতর তোর জন্যে
মনটা আমার পুড়াই…
গৃহবন্দী লিরিক্স :
Torey ami valobeshe ekhon grihobondi
Ekla ghore aahajari kosto protidondi
Chokher vitor rooj shopne
shopno gulo kurai
Moner vitor tor jonney
mon ta amar purai
Tor hotey tore pete aamoron onoshon
Janlona keu amar bhitor amari nirbashon
Tor hoye jabo shoye nidarun prohoshon
Bujhlona keu amar e mon
e buke ki dohon
আরমান আলিফ জীবনী
মাত্র এক মাসের ব্যবধানে পৌনে চার কোটি ইউটিউব
ভিউয়ের মাইলফলকে পৌঁছেছে ‘অপরাধী’ মিউজিক ভিডিও।
এরমধ্যে ভিডিটি ভেঙেছে বাংলাদেশের ইউটিউব ভিউয়ের সব রেকর্ড।
রিপোর্টটি লেখার সময় গানটির ভিউ ৩ কোটি ৭০ লাখেরও বেশি।
বিশ্ব র্যাঙ্কিংয়ে গানটি রয়েছে ৮০তে।
‘অপরাধী’ গানটির কারিগর ঢাকা কমার্স কলেজের ছাত্র আরমান আলিফ।
নেত্রকোনার ছেলে হলেও ঢাকায় থেকে পড়াশোনা করেন এই তরুণ।
কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির গীতিকার ও সুরকার তিনি নিজেই।
‘অপরাধী’র প্রসঙ্গে আলিফ বাংলানিউজকে বলেন, মূলত গানটি আমার
জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছি।
তাছাড়া গানের কথাগুলোর মধ্যে গভীর কিছু অনুভূতি লুকিয়ে আছে,
যা আমি মনে করি অনেকের সঙ্গে মিলে যায়।
অনলাইনে গানটি এতোটা আলোড়ন সৃষ্টি করবে সেটা আলিফ আগে ভাবেননি।
তাই নিজের প্রকাশিত তৃতীয় গানটির জনপ্রিয়তা তাকে অবাক করেছে।
তিনি বলেন, এর আগেও আমার দুইটি গান প্রকাশ পেয়েছে।
একটি ‘নিকোটিন’ ও অন্যটি ‘নেশা’। দুটি গানই গত বছর প্রকাশ করেছিলাম।
ভেবেছিলাম ‘অপরাধী’ও হয়তো আগের দুই গানের মতো
মোটামুটি সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে
Ohongkar Lyrics
Our more lyrics: শুধু তোমায় ঘিরে
Our youtube videos: অবহেলা