Probad Quotes-Part ( 2 )

image_pdf

1

খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না


2

বাপের নাম কুদ্দুস – পোলায় করে দুধ রোজ


3

ঝি কে মেরে বউকে বুঝানো


4

শুকাইলেও আদার ঝাঝ যায় না


5

ভাত পায় না – ছালুন ছালুন কর


6

কাজীর গাই কিতাবে আছে – গোয়ালে নাই


7

পাগলে কি না কয়!! ছাগলে কি না খায়!!


8

মাতেনা কইন্ন্যায় মাতা নারে…ই কইন্নায় ফুরুস মারে


9

যার যে সয় বুড়া অইলে বেশ অয়


10

বাপে না গুতে , চুঙ্গা ভরি মুত


11

তিন দিনর চান্দ অইলে দুআরও বৈয়া দেখা যায়


12

বাফে দেখছেনা ঘোড়ার পেল, পুয়া ঘুড়া দৌড়ায়া মুকিতলা বায়্দী গেল


13

গাঁওভরা চাচা ,অইলে, মাইরে হেন্গা করার কেউ নাই


14

গরীবর গরিবানা, নুন দিয়া পিটা খানা


15

আইতে জাইতে পচার বাপ, আম পাকলে মৌয়া


16

জমানারে ধরছে ভুতে, যুবা নারীয়ে চাটিত মুতে


17

উলার গোসা নালী ক্ষেতো


18

চেংও উজাইন, ব্যাংও উজাইন, কৈয়া পুটি তাইনও উজাইন

 


19

হাই মরলো কালাঞ্জি বালা , কান্দি উঠল ফতাবালা


20

গর্ছির বাড়িয়ে গর্ছি নয় না


21

আইলে গেলে কুটুম


22

ঘাট ফারৈতে উলামেলা , ঘাট ফারৈলে খেয়ানি হালা


23

হিঙ্গি নাই বিল ফলো বাওয়া


24

মূলে নাই ঘর আর পূবে তিন দুয়ার


25

হাগা নাই ফুটকির ডাক মোটা


26

উফ্রেদি ছেপ পালাইলে নিজের উফরে ফরে


27

গুয়া গাছ অ ফুয়া বায়, ফুয়া নষ্ট ফরি বাড়িত যায়


28

ফাণিত ছেদ মারলে আটুত ফড়ে


29

নয়া যোগী তাতো উটসৈন


30

দুইদিনোর যুগী ভাতেরে কয় অন্ন


31

গরম ভাতে বিলাই বেজার , হাছা মাতলে মই বেজার


32

 

পরার পুতে নাও বায় তেলতেলি করে, নিজর পুতে নাও বায় কইলজাত পাড় পড়ে


33

হারা রাইত কানভরি হুনলো বেটায় পুঁথি, বিয়ানে উঠি জিগায়, সোনাভান বেটা না বেট


34

চোরে চোরে আলি এক চোরে বিয়া করে আরেক চোরের হালি


35

চুরোর মাউগর বড়ো গলা


36

আগলো বেটির লাজ নাই দেখল বেটির লাজ


37

হাউসে গাভীন আর ফরৈতে আল্লাহ আলাহ


38

যেমন আমাই তেমন নাতিন জামাই


39

প্রথমে দরশন ধারি, পরে গুন বিচারি


40

মিথ্যুকের ভালো স্মৃতিশক্তি থাকতে হয়


41

একজন মেয়ে একজন পুরুষকে বিয়ে করে পুরুষটির চরিত্রের জন্য, তারপর সারা জীবন চেষ্টা করে সেই চরিত্রটি বদলাবার


42

নারীর হৃদয় সাপের, বুদ্ধি গাধার, রূপটা দেবীর, চোখটা ধাঁধার


43

টাকায় টাকা আনে

 

Probad More Quotes:

Please Rate This Post
[Total: 1 Average: 5]

You may also like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *