Sarat Chandra Chattopadhyay
1
বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়
2
যাকে তাকে গছিয়ে দেওয়ার নামই বিবাহ নয় ! মনের মিল না হলে বিবাহ করাই ভুল
3
পক্ষপাতহীন বিচারকই ন্যায় বিচার করতে পারে
4
সৃষ্টির কালই হল যৌবনকাল
5
অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পালটানো
6
যে অগ্নিস্ফুলিঙ্গ জনপদ ভস্মসাৎ করে ফেলে, আয়তনে সে কতটুকু জানো?
Sarat Chandra Chattopadhyay
7
টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়,
এবং অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে”
8
তিক্ততার মধ্য দিয়ে সংসার ছেড়ে শুধু হতভাগ্য লক্ষ্মীছাড়া জীবনই যাপন করা চলে, কিন্তু বৈরাগ্য সাধন হয় না”
9
যাহার প্রাসাদতুল্য অট্টালিকা নদীগর্ভে ভাঙ্গিয়া পড়িতেছে,
সে আর খান কতক ইট বাঁচাইবার জন্য নদীর সহিত কলহ করিতে চাহে না
10
মানুষের দীর্ঘ-জীবনে তাকে অনেক পা চলতে হয়,দীর্ঘ পথটির কোথাও কাদা, কোথাও
পিছল,কোথাও উঁচু-নীচু থাকে, তাই লোকের পদস্থলন হয়; তারা কিন্তু সে কথা বলে না,
শুধু পরের কথা বলে|পরের দোষ,পরের লজ্জ্বার কথা চীৎকার করে বলে
,সে শুধু আপনার দোষটুকু গোপনে ঠেকে ফেলবার জন্যই
11
রাজার আইন, আদালত, জজ,
ম্যাজিস্ট্রেট সমস্ত মাথার উপরে
থাকিলেও দরিদ্র প্রতিদ্বন্দ্বীকে নিঃশব্দে মরিতে হইবে
12
যে অগ্নিস্ফুলিঙ্গ জনপদ ভস্মসাৎ
করে ফেলে, আয়তনে সে কতটুকু জানো
13
দীপের যে অংশটা শিখা হইয়া লোকের চোখে পড়ে,
তাহার জ্বলার ব্যাপারে কেবল সেইটুকুই তাহার সমস্ত ইতিহাস নহে
14
যারা আপনার মুখের অন্ন পরনের বসন জোগায়
, সেই হতভাগা দরিদ্রের এই সব গ্রামেই বাস।
তা’দিগকে দুপায়ে মাড়িয়ে থেঁৎলে থেঁৎলে আপনাদের উপরে ওঠার সিঁড়ি তৈরী হয়
15
“সংসারে সকল বড় কার্যই কাহারো না কাহারো ক্ষতিকর হয়;
যাহারা এই কার্যভার স্বেচ্ছায় গ্রহণ করেন,তাঁহারা অনেকের মঙ্গলের জন্য
সামান্য ক্ষতিতে ভ্রুক্ষেপ করিবার অবসর পান না।
সেইজন্য অনেক স্থলেই তাঁহারা নিরদয় নিষ্ঠুর বলিয়া জগতে প্রচারিত হন”
16
তোমাদের কাছে আমার অনুরোধ, তোমারা দেশের গুণী ও শ্রেষ্ঠ ব্যক্তিদিগকে সর্বদা সম্মান দিতে কোনদিন যেন কার্পণ্য না করো।
এই কথাটা সবসময় মনে রেখো যে, এতে কেবল তা’দিগকে সম্মান করা হয় মাত্র নয়, পরন্তু এইরুপ সম্মান
প্রদর্শনে দেশের ব্যক্তিদিগের গুণের সমাদর করা হয়। আর দেশবাসীকে তাঁহার গুন সম্বন্ধে সচেতন করবার সুযোগ ঘটায়
Our More Quotes:
ধন্য ধন্য বলি তারে